
পাহাড়ের উচু টিলা হতে কোথায় কোন দিকে যাব ভাবতে পারছিনা, কোন পথ চিনিনা, এই অন্ধকার রাতে উত্তপ্ত কড়াই থেকে বেচে আগুনের ফুল্কিতে পরতে হবে। দাঁড়িয়ে রইলাম, কিছুক্ষন পর চারিদিকে ঘন অন্ধকার হয়ে গেল।কাছেই শেয়াল ডেকে উঠল, ভ...য়ে আতকে উঠলাম। একতা শেয়াল আমার খুব কাছ দিয়ে দৌড়ে গেল। তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম। আমার স্বামীর কথা মনে পড়ল, জানিনা...